প্লেয়ার রেজিস্ট্রেশন
- অনলাইনে নির্ধারিত ফি 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করলেই নিলামে টিম পাবে তার গ্যারান্টি টুর্ণামেন্ট কমিটি দিবেনা।
- টুর্ণামেন্টে শুধুমাত্র গত দুবছর অংশ নেয়া খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে।
- প্রত্যেক খেলোয়াড় কে Cricheroes এ যে নাম্বার দিয়ে একাউন্ট খোলা আছে সেই নাম্বার দিয়ে ফরম পূরণ করতে হবে।
- অনলাইন ফর্ম সকলের জন্য উন্মুক্ত হওয়ায় নিলামের পূর্বে টুর্ণামেন্ট কমিটি রেজিস্ট্রশনকৃত খেলোয়াড়দের তালিকা যাচাই-বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত লিস্ট প্রকাশ করবে।
নিলাম
- আইকন প্লেয়ারদের লটারি করে টিম নির্ধারণ করা হবে।
- প্রতিটি টিমকে লিজেন্ড ক্যাটাগরি হতে অবশ্যই প্লেয়ার কিনতে হবে।
- প্রতিটি টিমকে সর্বনিম্ন ১৮/২০ জন প্লেয়ার অবশ্যই নিতে/কিনতে হবে।
- নিলামে টিম প্রতি সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা লিমিট।
ম্যাচের নিয়মাবলী
- শুধুমাত্র লটারির মাধ্যমে প্রতিপক্ষ দল নির্ধারণ করা হবে।
- খেলা শুরুর বিশ মিনিট পূর্বে উভয় টিমের খেলোয়াড়দের মাঠে উপস্থিত হতে হবে।
- নিজ নিজ টিমের জার্সি পরে মাঠে নামতে হবে।
- মাঠে সকল টিমের খেলোয়াড়কে জুতা পরে উপস্থিত হতে হবে।
- খেলাটি নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
- খেলাটি ৮ ওভারে অনুষ্ঠিত হবে।
- খেলাটি ফাইভ স্টার বলে অনুষ্ঠিত হবে। প্রত্যেক টিম খেলার বলগুলো নিজ থেকে বহন করবে।
- ম্যাচ ড্র হলে সুপার ওভার অনুষ্ঠিত হবে। মার্কাটিং, এল্বিডব্লিউ বা টাইম-আউট থাকবেনা।
- দুজন বহিরাগত আম্পায়ার দ্বারা খেলা পরিচালিত হবে। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- দুই ক্যাপ্টেনের সম্মতিতে ৪৫ বছর উর্ধ একজন গেস্টকে খেলানো যাবে।
আচরণবিধি
- এক টিমের জার্সি অন্য টিমের প্লেয়ার বানাতে পারবেনা।
- কোন বিষয়ে অভিযোগ থাকলে কেবল টিমের ক্যাপ্টেন সে বিষয়ে কথা বলতে পারবে। ক্যাপ্টেন ব্যতিত বাইরে থেকে অন্য কেউ কথা বললে জরিমানা করা হতে পারে।
- মাঠে শৃঙ্খলা ভঙ্গ কিংবা আচরণবিধি লঙ্ঘন করলে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।